Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চমকে ঠাসা রাজশাহী রয়্যালস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৮ PM আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


বিপিএলে (বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ) ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামবে রাজশাহী রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা সেরা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দলটি।পাশাপাশি থাকছে ভালো মানের দেশীয় ক্রিকেটার।

রাজশাহীর প্রধান কোচ হিসেবে কাজ করবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।নিজেও তার ক্যারিয়ারের ফ্র্যাঞ্চাইজি  লিগ কাপিয়েছিলেন তার ব্যাট দিয়ে।৪১ বছর বয়সী শাহ কোচ হিসেবে ক্যারিয়ার মাত্র শুরু হলেও বিশ্বের বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন ।

দলটিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলবেন লিটন দাস। ওপেনার হিসেবেও তাকে দেখা যাবে।আফগান তারকা রিক্রুট হজরতউল্লাহ জাজাই তাঁর সঙ্গী হিসেবে নামতে পারেন।দুজন বিধ্বংসী ওপেনারকে দলে ভিড়িয়ে ব্যাট হাতে ঝড় তোলার অপেক্ষায় রাজশাহী।

মিডিল অর্ডার সামলাবেন দেশীয় অলরাউন্ডারদের মধ্যে আফিফ হোসেন ধ্রুব, ফরহাদ রেজা, অলক কাপালিরা ।বিদেশিদের মধ্যে আছে শোয়েব মালিক, রবি বোপারা ও আন্দ্রে রাসেলরা ।

পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকই পাচ্ছেন নেতৃত্বভার। ধারণা করা হচ্ছে এমনটা ।যদিও এখনও ঘোষণা করা হয়নি এটা ।নেতৃত্বের পাশাপাশি দায়িত্বশীল ব্যাটিং ও স্পিন বোলিংয়েও দলকে সাহায্য করতে পারবেন মালিক। এ ছাড়া তরুণ আফিফ এবং অভিজ্ঞ কাপালিও দলকে স্পিন বোলিংয়ে সহায়তা করতে পারবেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গত কয়েক বছরে ব্যাট হাতে সুবিশাল নৈপুণ্য দেখানো মিডল অর্ডারে বড় ভরসার নাম আন্দ্রে রাসেল।বল হাতেও তিনি কম কিসে । ক্যারিবিয়ান এই তারকা অলরাউন্ডার যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন।

বিপিএলের প্রতি আসরেই খেলেন ৩৪ বছর বয়সী বোপারা। ইংলিশ এই অলরাউন্ডার ব্যাট হাতে ধৈর্যশীল ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও কিপটে বোলিং করে থাকেন।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ফরহাদ বিপিএলে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করে থাকেন।ব্যাটিংয়ে ভূমিকা রাখার পাশাপাশি দলের পেস শক্তি বাড়াতে বোপারা-রাসেলদের সঙ্গ দেবেন ফরহাদ রেজা।  

কিপিং এ দেখা মিলতে পারে ২৬ বছর বয়সী ইরফান শুক্কুরও। দলের মিডল অর্ডারে অবদান রাখতে পারেন তিনি । লিটন কিপিং না করলে ইরফানকেই গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যেতে পারে।

পেসার হিসেবে দলে আছেন আবু জায়েদ রাহি ও কামরুল ইসলাম রাব্বি। পেস আক্রমণে দেখা যাবে পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে । তাকেও দলে ভিড়িয়েছে রাজশাহী

এ ছাড়া দেশীয় স্পিনারদের মধ্যে আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার নাহিদুল ইসলাম তার সাথে থাকবেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। লেগ স্পিনার হিসেবে অলক কাপালির সঙ্গী তরুণ তুর্কি মিনহাজুল আবেদীন আফ্রিদি।

পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ বিদেশি স্পিনারদের মধ্যে এই দলে আছেন ।২৫ বছর বয়সী নাওয়াজের বল হাতে অবদান রাখার পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে ওঠার সামর্থ্য আছে।

শক্তির দিকঃ দলটি পেস এবং স্পিন অলরাউন্ডারে সমৃদ্ধ। উইকেট অনুযায়ী কম্বিনেশন সাজানো অনেক বেশি সহজ হবে ম্যানেজমেন্টের জন্য। এ ছাড়া এই দলে কাপালি-আফ্রিদির মতো দুজন লেগ স্পিনার আছেন, যারা পার্থক্য গড়ে দিতে জানেন।

এক্স ফ্যাক্টরঃ দলটির এক্স ফ্যাক্টর আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এই তারকা দলকে একাই প্লে অফে তোলার সামর্থ্য রাখেন।

রাজশাহী রয়্যালস স্কোয়াডঃ

দেশিঃ লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও নাহিদুল ইসলাম।

বিদেশিঃ আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) ,রবি বোপারা (ইংল্যান্ড), হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান) ।

Bootstrap Image Preview