Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এবারের বিপিএল এ কাউকে ফেভারিট মানতে রাজি না আকরাম খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩১ PM আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


এবারের বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এ কাউকেফেভারিট হিসেবে দেখছেন না আকরাম খান ।প্রতিটি দলই সমান জায়গায় অবস্থান করছে এমনটা জানিয়েছেন রংপুর রেঞ্জার্সের টিম ডিরেক্টর।

এবারের বিপিএল সাজানো হয়েছে সম্পূর্ণ আলাদাভাবেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ বিপিএল আয়োজন করেছে বিসিবি।এবারের বঙ্গবন্ধু বিপিএল এ থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি।তারকা ক্রিকেটারে সমৃদ্ধ নয় কোনো দলই।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এই বিষয়টিকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন।

আকরাম খান আরও বলেন প্রত্যেকটি দলই প্রায় সমান। আপনি গত তিন-চার আসরে দেখেন যে অনেক বড় বড় খেলোয়াড় এসেছে, দুই একটি দল অনেক শক্তিশালী ছিল। কিন্তু এবার সেই ব্যাপারটি নেই। আমার মনে হয় এবার আকর্ষণটি একটু বেশি। সাবেক এই অধিনায়ক এর কাছে এজন্য আগের থেকে কেউ ফেভারিট না।

আকরামের মতে, বড় তারকা না থাকায় প্রতিটি দলই ভালো খেলার জন্য মুখিয়ে থাকবে। পাশাপাশি প্রতিযোগিতাও থাকবে যথেষ্ট। রংপুরের টিম ডিরেক্টরের ভাষায়, ‘প্রতিটি দলকে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে হবে। এই জিনিসটা আমার মনে হয় খুবই রোমাঞ্চকর ব্যাপার হবে। তার সঙ্গে আশা করছি এই টুর্নামেন্ট থেকে গত তিন চার বছরের চেয়ে আরও বেশি খেলোয়াড় বের হয়ে আসবে।’

আগামী ২০১৯ এর ১১ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের সূচনা হবে।সিবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দলগুলো হলো ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ৭টি দল লড়বে এবারের বিপিএল এ।

Bootstrap Image Preview