Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ বছর পর টেস্ট দলে ফাওয়াদ আলম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview


টেস্ট ম্যাচটি খেলেছিলেন ২০০৯ নভেম্বরে। এরপর দীর্ঘ সময়ের বিরতি। ফাওয়াদ আলমের নামটাই হয়তো ভুলতে বসেছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা। 

অবশেষে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার। এক দশক পর জাতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলমের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের ঘোষিত দলে চমক এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

দশ বছর পর ফাওয়াদের জাতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক ভালো ফর্মের কথা উল্লেখ করেন কোচ মিসবা উল-হকও। 

মিসবার কথায়, ‘ধারাবাহিক কঠোর পরিশ্রমের মূল্য পেল ফাওয়াদ।’ একইসঙ্গে পাকিস্তান হেড কোচের কথায়, ‘ফাওয়াদের নির্বাচন তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রেই কেবল শিক্ষণীয় নয়, পাশাপাশি ঘরোয়া ক্রিকেটকে মূল্য দেওয়ার বিষয়ে এটা নির্বাচকদের কাছেও বার্তা।’

Bootstrap Image Preview