Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব ক্যারামে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৬ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
ছবি : সংগৃহীত


ভারতের পুনেতে অনুষ্ঠিত আইসিএফ ক্যারাম কাপের আসরে তৃতীয় অবস্থানে থাকা মালদ্বীপকে হারিয়ে আবারও নিজেদের জায়গা বুঝে নিলো বাংলাদেশের হেমায়েত মোল্লারা। আন্তর্জাতিক এ টুর্নামেন্টটিতে ১৬টি দেশ সহ বাংলাদেশের ৯ সদস্যের দল অংশগ্রহণ করেছে।

প্রথম কোন বাংলাদেশী হিসেবে এ টুর্নামেন্টে হেমায়েত মোল্লা বিশ্ব ক্যারাম র‌্যাংকিংয়ে পঞ্চম স্থান অর্জন করেছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার নিশান্ত ফার্নানেদোকে ২-১ সেটে হারিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন হেমায়েত। এর আগে হেমায়তে মোল্লা র‌্যাকিংয়ের সপ্তম স্থানে ছিলেন।

বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টিম ম্যানেজার আশরাফ আহমেদ লিয়ন বলেছেন, ‘আই সি এফ কাপে অংশগ্রহণকারী ১৬ দেশের এ টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করায় আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। যা আমাদের ক্যারমকে সামনে আরো এগিয়ে নিবে। সেমিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে হেরে গেলেও তৃতীয় স্থানে থাকা মালদ্বীপকে হটিয়ে নিজেদের জায়গা পুনরুদ্ধার করেছে। এছাড়া প্রথম কোন বাংলাদেশি হিসেবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নিশান্ত ফার্নান্দোকে হারিয়ে বিশ্ব ক্যারামে পঞ্চম স্থান অধিকার করেছেন হেমায়েত মোল্লা। এটা বাংলাদেশের অর্জন।’

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ র‌্যাংকিংয়ে তৃতীয় অবস্থানেই ছিল। ২০১৬ ও ২০১৮ সালের টুর্নামেন্টে অংশগ্রহণ না করায় তৃতীয় স্থান হাত ছাড়া হয়ে যায়। আগের অবস্থান ফের পুনরুদ্ধারে খুশি বাংলাদেশ ক্যারাম দল।

Bootstrap Image Preview