Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ডিজিটাল পাকিস্তানের ঘোষণা দিলেন ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৪ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার দেশটিতে ডিজিটাল পাকিস্তান ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বিশ্ব ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে। সেদিক দিয়ে দেখলে পাকিস্তান এখনো পিছিয়ে।

ডিজিটাল পাকিস্তান বাস্তবায়ন করে দেশটির জনগণকে প্রযুক্তি নির্ভর সেবা দেয়ার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ইসলামাবাদে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ইমরান খান।

দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী আগামী তিন মাসের মধ্যে ডিজিটাল পাকিস্তানের রূপরেখা সবার সামনে তুলে ধরবেন বলে জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ইমরান খান বলেন, পাকিস্তানের তরুণ জনগোষ্ঠীর জন্য এখন ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের অগ্রগতির জন্য হলেও আমাদের এখন সে পথে হাঁটতে হবে।

ইমরান খান বলেন, যে বিষয়গুলোতে সরকার এখন নজর দেবে এর মধ্যে প্রধান হবে ডিজিটাল পাকিস্তান। এটি তরুণদের অপরিহার্য। পাকিস্তান তরুণ জনগোষ্ঠীর দিক দিয়ে দ্বিতীয় প্রধান দেশ। তাই তরুণদের কাজে লাগাতে হবে ডিজিটাল কাজে।

নারীরাও এই খাতে অনেক কাজের সুযোগ পাবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমি ডিজিটালাইজেশনের পথে এগোতে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। কিন্তু তারপরও আমাদের একসঙ্গে কাজ করে দেশের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

Bootstrap Image Preview