Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপহরণের অভিযোগে গ্রেফতার ভারতীয় ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৫ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


মুম্বাইয়ের পেস বোলিং অলরাউন্ডার রবিন মরিস।প্রায়  এক যুগের মতো সময় খেলেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে।তবে ক্রিকেট নয়, এবার নেতিবাচক এক শিরোনামেই জড়িয়ে গেলো তার নাম। ভারতীয় পুলিশের দেয়া তথ্য মোতাবেক, একটি অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে রবিন মরিসকে।

মুম্বাইয়ের এক পুলিশ অফিসারের মতে রবিনসহ পাঁচজন মিলে একটি অপহরণের ঘটনা সাজানোর চেষ্টা করেছিল। যে কারণে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সেই পুলিশ অফিসার বলেন, ‘কয়েক বছর আগে ব্যাংক থেকে ৩ কোটি টাকার লোন নিতে চেয়েছিল রবিন। তার এক বন্ধুর মাধ্যমে ব্যাংকের লোন এজেন্টের সাথে যোগাযোগ করে সে। পরে সেই এজেন্ট তার কাছ থেকে কমিশনের টাকা নিয়েও লোন পাশ করিয়ে দিতে পারেনি।’

‘এরপর রবিন ও তার চার বন্ধু মিলে সেই এজেন্টকে কারলার একটি রেস্টুরেন্টে ডাকে এবং জোর জবরদস্তি করে তাকে ভারসোবায় রবিনের বাড়িতে নিয়ে যায়। তারপর সেই এজেন্টের পরিবারকে ফোন করে তারা কমিশনের টাকা ফেরত চায়। কিন্তু সেই পরিবার টাকা ফেরত দেয়ার বদলে আমাদের (থানায়) কাছে আসে এবং মামলা ঠুকে দেয়।’

এর আগে গত বছর আল জাজিরার ফিক্সিং সম্পর্কিত এক প্রতিবেদনেও দেখা মিলেছিল রবিন মরিসের। যেখানে পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজার সঙ্গে মিলে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে ফিক্সিংয়ের পরিকল্পনা করছিলেন রবিন।

Bootstrap Image Preview