Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচে চালু হচ্ছে  আইসিসির নতুন নিয়ম 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৪ PM আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে লড়বে ভারত-উইন্ডিজ । এই ম্যাচ থেকে নতুন নিয়ম শুরু করছে আইসিসি।বোলারদের ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে অনফিল্ড আম্পায়াররা নন, সিদ্ধান্ত নেবেন থার্ড আম্পায়ার।
বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানায়, নিরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হচ্ছে। টেলিভিশনে প্রতিটি বলের ওপর নজর রাখবেন তৃতীয় আম্পায়ার। বোলারদের ফ্রন্ট ফুট নো বল হচ্ছে কি না-তা দেখবেন তিনি। 

এই নো বলের নিয়ম হলো, বল ডেলিভেরির সময় কিঞ্চিত অংশ হলেও বোলারের সামনের পা পপিং ক্রিজের লাইনের ভেতরে থাকতে হবে। যদি না থাকে তা হলে সেটা নো বল বলে গণ্য হবে। টেলিভিশনে সেটাই দেখবেন তৃতীয় আম্পায়ার।

কোন বোলার যদি এমন কাজ করে থাকে ,তাহলে কি হবে ? আইসিসি এর জবাবও দিয়েছে ।তারা বলেছে , যদি থার্ড আম্পায়ার দেখেন ফ্রন্ট ফুট নো বল হয়েছে, তা হলে তিনি সঙ্গে সঙ্গে সেটা মাঠের আম্পায়ারকে জানাবেন। তৃতীয় আম্পায়ারের অনুমতি ছাড়া নো বল দিতে পারবেন না দায়িত্বরত ফিল্ড আম্পায়াররা।

এই বছরের আগষ্টে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় । নো বল ডাকার ক্ষেত্রে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যত বেশি সম্ভব সীমিত ওভারের ক্রিকেটে এই নিয়ম ব্যবহার করতে হবে। এবার বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাও দেখতে চায়, এই পদ্ধতি চালু করলে ক্রিকেট উপকৃত হয় কি না।

Bootstrap Image Preview