Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাদক চাইলেই বন্ধ করতে পারে প্রশাসন: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ PM আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সংসদ সদস্য (এমপি) ও জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘প্রশাসন যদি চায় মাদক বন্ধ করা অবশ্যই সম্ভব। প্রশাসনের অগোচরে এই জিনিস হওয়ার সুযোগ খুবই কম। প্রশাসন জানে কোথায় কী হচ্ছে।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নড়াইলের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী কনসার্টে এসব কথা বলেন মাশরাফি।

মাশরাফি বলেন, ‘মাদকবিরোধী আন্দোলন করাটা কঠিন চ্যালেঞ্জ । যত বড় শক্ত হাত হোক না কেন তাদের আটকাতে হবে। একা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, জনপ্রতিনিধিরা বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনারা সবাই চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি প্রশাসন চাইলে এটা সম্ভব। প্রশাসন যদি চায় মাদক বন্ধ করা অবশ্যই সম্ভব। প্রশাসনের অগোচরে এই জিনিস হওয়ার সুযোগ খুবই কম। প্রশাসন জানে কোথায় কী হচ্ছে।’

তিনি আরও বলেন, আমি জানি প্রশাসন মাদক আটকাতে পারে। আমি আশা করব যাতে প্রশাসন আরো শক্ত হয়।

মাশরাফি আরো বলেন, ‘মাদকবিরোধী আন্দোলন করাটা কঠিন চ্যালেঞ্জ। যত বড় শক্ত হাত হোক না কেন তাদের আটকাতে হবে। একা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, জনপ্রতিনিধিরা বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনারা সবাই চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি প্রশাসন চাইলে এটা সম্ভব।

Bootstrap Image Preview