Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ববিদ্যালয়ের ২ ইউনিটে ফেল, আরেকটিতে রেকর্ড মার্কস নিয়ে প্রথম শিক্ষকের বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:২৬ PM আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তথ্য গোপন করে ভিসির ঘনিষ্ঠ এক শিক্ষকের আপন ছোটবোন ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় দুই ইউনিটে ফেল করেও অন্য একটি ইউনিটে রেকর্ড পরিমাণ নম্বর নিয়ে প্রথম হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে তুমূল ঝড় উঠেছে।

অভিযুক্ত শিক্ষার্থী মিশকাতুল জান্নাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ইমরানা বারীর আপন ছোটবোন। বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। বিষয়টি জানাজানির পর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়ে লিখিতভাবে রেজিস্ট্রারের কাছে আবেদন করেছেন।

অনুসন্ধানে দেখা গেছে, মিশকাতুল জান্নাত ভর্তি পরীক্ষায় মোট তিনটি ইউনিটে অংশগ্রহণ করেন। এর মধ্যে ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষায় ন্যূনতম মার্কস ‘এফ’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন।

অথচ ‘বি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউয়ে ৮০ নম্বরের মধ্যে ৬৭.২৫০ এবং এসএসসি, এইচএসসির রেজাল্ট স্কোরে ১৮.২৩৫সহ মোট ৮৫.৪৮৫ পান যা অন্যান্য ইউনিটের ১৬ শিফটে কেউ সে পরিমাণ মার্কস তুলতে পারেননি।

সমালোচনার পরও এরই মধ্যে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন ওই শিক্ষার্থী। এত সন্দেহের পরও এই শিক্ষার্থী ভাইভা দিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মাঝে।

Bootstrap Image Preview