Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৭৩ বছরের বিশ্ব রেকর্ড ভাঙ্গলেন স্মিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১১:০৮ PM আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ১১:০৮ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটে দ্রুত সাত হাজার রান পুরনে ৭৩ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভাঙ্গলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। এত দিন বড় ফরম্যাটে দ্রুত সাত হাজার রান করার বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড।
১৯৪৬ সালের আগস্টে ওভালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের ১৩১তম ইনিংসে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন হ্যামন্ড। আর আজ অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ক্যারিয়ারে ১২৬তম ইনিংসে সাত হাজার রান পূর্ণ করেন স্মিথ। হ্যামন্ডের চাইতে পাঁচ ইনিংস কম খেলে সাত হাজার রান পূর্ণ করে বিশ্ব রেকর্ডের মালিক হলেন স্মিথ।
স্মিথের আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুত সাত হাজার করেছিলেন সাবেক বাঁ-হাতি ওপেনার ম্যাথু হেইডেন। ১৪২ ইনিংস খেলে ৭হাজার স্পর্শ করেছিলেন হেইডেন।
আর বিশ্বের ৫০তম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রান পূর্ণ করেছেন স্মিথ।

Bootstrap Image Preview