Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অর্ধেক দাড়ির ছবি পোস্ট করে ২৩ লাখ টাকা উপার্জন করলেন জ্যাক ক্যালিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ১০:৫৬ PM আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ১০:৫৬ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিস  অবশ্য নো শেভ নভেম্বর পালন করেছেন আংশিকভাবে। তিনি অর্ধেক গালের দাড়ি কামিয়েছেন। আবার অর্ধেক গালের দাড়ি রেখে দিয়েছেন ট্রিম করে। ফলে অদ্ভুত একটা লুকস এসেছে তাঁর। এমনকী অর্ধেক গোঁফও কামিয়েছন তিনি।

কেমন এমন আজব কাণ্ড ঘটিয়েছেন কালিস! উত্তর দিয়েছেন তারকা নিজেই। দক্ষিণ আফ্রিকার একটি ক্যাম্পেইন-এর সঙ্গে যুক্ত হয়েছেন কালিস।  'Save the Rhino challenge'- সেই ক্যাম্পেইন-এর নাম। বিশ্বব্যাপী গণ্ডারদের বাঁচাতে এই ক্যাম্পেইন। প্রচারের কাজ বাড়াতেই তাঁর এম উদ্যোগ বলে জানিয়েছেন ক্যালিস।

নিজের এই ছবি পোস্ট দিয়ে ক্যালিস জানিয়েছেন, ''হাফ শেভ করে Save the Rhino challenge-এর জন্য এখনও পর্যন্ত আমি ২৩ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকা সংগ্রহ করতে পেরেছি।'' গণ্ডারদের রক্ষার জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। ভারতের রোহিত শর্মাও গণ্ডারদের রক্ষার জন্য ক্যাম্পেইন-এর সঙ্গে যুক্ত। তাঁর ক্যাম্পেইনের নাম 'রোহিত ফর রাইনোজ'। 

Bootstrap Image Preview