Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠককালে ৩ জেএমবি সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ১০:৩৫ AM আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ১০:৩৫ AM

bdmorning Image Preview


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চররানীনগর এলাকা থেকে শুক্রবার ভোররাত সাড়ে ৩ টায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মনিরুল ইসলাম বাবু (৩০), জিয়াউল হক (৩৩) ও হোসেন আলী (৩৯)। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী কিছু বই ও লিফলেট।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কমান্ডার সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, শুক্রবার শেষ রাতে র‌্যাব অপারেশন পরিচালনা করে সদর উপজেলার চরাঞ্চল খ্যাত আলাতুলি ইউনিয়নের চররানীনগর গ্রামে। এ সময় জেএমবির জঙ্গিরা গোপন স্থানে বৈঠক করছিল। আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় র‌্যাব ধাওয়া করে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। রাতের আঁধারে পালিয়ে যায় অন্যরা।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে র‌্যাব কমান্ডার বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

Bootstrap Image Preview