Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী ২ সপ্তাহ বিনা লাভে পেঁয়াজ বিক্রির অনুরোধ মেয়র খোকনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ০৫:৪৮ PM আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


পেঁয়াজ সংকটের কারণে আগামী দুই সপ্তাহ লাভ ছাড়া পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ সোমবার নগরভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ জানান।

ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র খোকন বলেন, ‘আপনার দোকানে পেঁয়াজ ছাড়াও আরও অনেক পণ্য আছে। আপনি সেগুলো থেকে লাভ করুন। কিন্তু পেঁয়াজ থেকে আগামী দুই সপ্তাহ লাভ করা যাবে না।’

ব্যবসায়ীদের কাছে অনুরোধ রেখে ডিএসসিসির নগরপিতা বলেন, ‘আর কেউ না জানুক, আপনি তো জানলেন আপনি কতটা ভালো কাজ করেছেন। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আপনাদের আছে অনুরোধ করছি আগামী দুই সপ্তাহ আপনারা এটি করুন। সবাই যদি এভাবে যার যার দায়িত্ব পালন করেন, তা হলে পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসবে।’

তিনি বলেন, ‘যে কারণেই হোক পেঁয়াজের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যদি শুধু পেঁয়াজটা যেই দামে কিনি, সেই দামেই বিক্রি করি, তা হলে পরকালেও প্রতিদান পাওয়া যাবে। আসুন আমরা অন্তত আগামী দুই সপ্তাহ এটি করি।’

সভায় মেয়র সাঈদ খোকন ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বলেন, ‘ট্রেড লাইসেন্সের সঙ্গে উৎসে কর আরোপ বেশি হয়ে গেছে।’ এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন তিনি।

Bootstrap Image Preview