Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ের দাওয়াত খেয়ে ২০০ জন অসুস্থ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০৯:৩১ PM আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিয়ের দাওয়াত খেয়ে শিশুসহ অন্তত ২০০ জন অসুস্থ হয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায়। তাদের মধ্যে ৫০ জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত পেটব্যথা ও বমি নিয়ে একের পর এক রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। এরই মধ্যে একজন গর্ভবতী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর) বাগেশ্বর দেওয়ানবাড়ী এলাকার আসাবুদ্দিনের মেয়ে রুপা আক্তার ও একই উপজেলার পঞ্চসার এলাকার সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের বিয়ে হয়। এলাকার আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে দুই পক্ষেরই লোকজন
অসুস্থ হয়ে পড়ে।

পেটে অসুখ নিয়ে রোগীরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আসছে। চিকিৎসা নিয়ে কেউ কেউ ফিরে যাচ্ছে। বর্তমানে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ২০ জন, শিশু ওয়ার্ডে ৮ জন এবং নারী ওয়ার্ডে ২২ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বশাক বলেছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে এখন পর্যন্ত দুই শতাধিক রোগী এসেছিল। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে।

মো. হেলাল উদ্দিন (৫৫) নামের এক রোগী বলেন, ‘দাওয়াত খেয়ে আসার পর থেকে পেটব্যথা শুরু হয়। রাতে পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেশি খারাপ হলে শনিবার রাতেই এসে হাসপাতালে ভর্তি হই। প্রথমে ভেবে ছিলাম, শুধু আমার পেটে সমস্যা হয়েছে। পরে জানতে পারলাম, ওই অনুষ্ঠানে যারা এসে ছিল, প্রায় সবার একই অবস্থা।’

 

Bootstrap Image Preview