Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় বিমানকে ১৫০ যাত্রীসহ বিপদ থেকে রক্ষা করল পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০১:২০ PM আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ০১:২৩ PM

bdmorning Image Preview


বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম বৈরী সম্পর্ক বিরাজ করছে। সম্প্রতি জম্মুকাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই দু’দেশের মধ্যে। ভারত এরপর কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দিলে সেই উত্তেজনা চরমে পৌঁছে।

বৃহস্পতিবার বিমানটি ভারতের জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের দিকে উড়ে যাওয়ার সময় বৈরী আবহাওয়া থেকে বিমান ও যাত্রীদের রক্ষা করে পাকিস্তান।  পাকিস্তানের দক্ষিণ সিন্ধুপ্রদেশে প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল না। ঘন ঘন বজ্রবিদ্যুৎ হওয়ায় করাচির আকাশসীমায় বিমানটি বজ্রবিদ্যুতের মুখে পড়ে। যে কারণে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।

এর পর পাইলট নিকটবর্তী বিমানবন্দরে জরুরি প্রটোকল মেনে বিপদ বার্তা পাঠায়। পাকিস্তানের বিমান পরিবহন নিয়ন্ত্রক পাইলটের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তান আকাশসীমা দিয়ে বাকি পথ যাত্রার নির্দেশ দেয় বলে জানা গেছে।

বালাকোটের বিমান হামলার পর পাকিস্তান কয়েক মাস পর্যন্ত তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ভারত পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করতে পারেনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরে পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবদেন করে ভারত সরকার। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয়া হয়। কিন্তু বিপদের মুহূর্তে ভারতীয় বিমানের দেড় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করল পাকিস্তান।

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

Bootstrap Image Preview