Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১ জন ক্রিকেটারকে দল থেকে ছাঁটাই করলো শাহরুখের কলকাতা নাইট রাইডার্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০২:১৩ PM আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল নিলামের আগে বাকি সাতটি ফ্রাঞ্চাইজির মতো পুরনো স্কোয়াডে ঝাড়াই-বাছাই করে নিল কলকাতা নাইট রাইডার্স।ট্রেড উইন্ডো বন্ধ হওয়ার আগে স্কোয়াডের ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দেয় নাইট রাইডার্স।

যাঁদের মধ্যে রয়েছেন গতবারের নিলামের সবথেকে দামি ক্রিকেটার ক্রিস লিন।কলকাতার দুই দীর্ঘ দিনের সঙ্গী রবিন উথাপ্পা ও পীযূষ চাওলাকে এবার স্কোয়াড থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় নাইট কর্তৃপক্ষ।

১১ জনকে ছেড়ে দেওয়ার পর কেকেআর স্কোয়াডে অবশিষ্ট রয়েছে ১১ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার হলেন আন্দ্রে রাসেল, হ্যারি গারনি, লোকি ফার্গুসন ও সুনীল নারিন। ক্যাপ্টেন দীনেশ কার্তিক ছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেকেআর ধরে রেখেছে কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিভম মাভি ও শুভমন গিলকে।

কেকেআর এবার ট্রেড উইন্ডো দিয়ে দলে নিয়েছে সিদ্ধেশ ল্যাডকে। ধরে রাখা ক্রিকেটারদের জন্য কেকেআরের খরচ হয়েছে ৪৯.৩৫ কোটি টাকা। অর্থাৎ নিলামের আগে কলকাতার হাতে রয়েছে ৩৫.৬৫ কোটি টাকা। এবার নিলাম থেকে সর্বাধিক ১৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে কেকেআর। সর্বাধিক ৪ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে নাইটরা।

Bootstrap Image Preview