Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেড় বছরের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ১০:৪০ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ১০:৪০ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈরে দেড় বছর বয়সী মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সালমা আক্তার (৩২) নামে এক মা। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে মেয়ে তাবাসসুম। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালমা আক্তার নরসিংদীর বেলাবো এলাকার স্বপন মিয়ার স্ত্রী। আহত তাবাসসুম তাদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার করনী নীট কম্পোজিট কারখানার ডাইং ম্যানেজার স্বপন মিয়া তার স্ত্রী সালমা আক্তার ও মেয়ে তাবাসসুমকে নিয়ে একটি ফ্ল্যাট বাড়িতে বসবাস করতেন। অনেকদিন ধরেই স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে আসছিলেন স্ত্রী। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। এর জের ধরে তাকে মারধরও করতেন স্বামী।

গতকাল বৃহস্পতিবার মারধর করার কারণে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করতে গেলে এলাকাবাসী সালমাকে উদ্ধার করে স্বামীর কাছে বুঝিয়ে দেয়। পরে রাতে তাকে ফের মারধর করেন তার স্বামী। এরই জের ধরে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রতনপুর এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে সন্তানকে নিয়ে ঝাঁপ দেন সালমা। এতে খণ্ডবিখণ্ড হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মরকুন এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে সালাউদ্দিন বিপ্লব (৫০) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন বিপ্লব শেরপুরের নকলা থানার কবুতরমারি এলাকার সোবহান মিয়ার ছেলে। তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

Bootstrap Image Preview