Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের ৪ কোটি মানুষ ট্যাক্স দেয় না: অর্থমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০৯:০৯ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


কর দেওয়ার উপযুক্ত দেশের চার কোটি মানুষ ট্যাক্স দেয় না। যদি এই চার কোটি মানুষ ট্যাক্স দিতো তাহলে ট্যাক্স রেট বা করহার ১৫-২০ শতাংশে নামিয়ে নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্মজয়ন্ত্রী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই দুর্নীতি রয়েছে। টাকা-পয়সার প্রচলন যখন থেকে শুরু হয়েছে, ঠিক তখন থেকেই দুর্নীতিও শুরু হয়েছে। তবে দেশের অর্থনীতিতে চিহ্নিত দুর্নীতির জায়গাগুলো থেকে আমরা দুর্নীতি রিমোভ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

পেঁয়াজে সরকার কোন ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করেছে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পেঁয়াজের বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়। তবে বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে তাদের টাকা নেই বা কোন সহযোগিতা প্রয়োজন তবে সে বিষয়ে সহায়তা নিশ্চিত করবে তার মন্ত্রণালয়।

Bootstrap Image Preview