Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেন্ডুলকার-গাঙ্গুলীর ১২ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন আগারওয়াল-রাহানে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০৫:১৩ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়লেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও আজিঙ্কা রাহানে। ভারতের প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে ১৯০ রানের জুটি গড়েন আগারওয়াল ও রাহানে। ভেঙ্গে ফেলেন শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলীর ১২ বছরের পুরনো রেকর্ড।

২০০৭ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেটে ১৮৯ রান যোগ করেছিলেন টেন্ডুলকার-গাঙ্গুলী। তবে চতুর্থ উইকেটে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের জুটি ভাঙ্গতে পারেননি আগারওয়াল-রাহানে। কারন বাংলাদেশের বিপক্ষে চতুর্থ উইকেটে ভারতের সর্বোচ্চ রান ২২২। ২০১৭ সালে হায়দারাবাদে চতুর্থ উইকেটে ২২২ রান করেছিলেন বিরাট কোহলি ও রাহানে।

রানের হিসেবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সেরা জুটি ২৮৩ রান। ২০১৫ সালে ফতুল্লায় উদ্বোধণী জুটিতে ২৮৩ রান করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরালি বিজয়।
আজ ১৯০ রানের জুটি গড়ার পথে আগারওয়াল ১০০ ও রাহানে ৮৬ রান করেন। রাহানেকে ব্যক্তিগত ৮৬ রানে থামিয়ে এই জুটি ভাঙ্গেন বাংলাদেশের পেসার আবু জায়েদ।

Bootstrap Image Preview