Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের মাটিতে বিরাটকে  তৃতীয় ‘ডাক’মারতে সাহায্য করলে রাহী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০৫:০৬ PM আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ০৫:০৬ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে তৃতীয় ‘ডাক’-এর স্বাদ দিলেন বাংলাদেশের ডান-হাতি পেসার আবু জায়েদ। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোহলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন জায়েদ। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেন কোহলি।

৮৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১০মবারের মত শুন্য রানে আউট হন কোহলি। তবে দেশের মাটিতে তৃতীয়বারের মত শুন্য রানে আউট হলেন তিনি। ২০১১ সালে টেস্টে অভিষেকের পর ২০১৭ সালে দেশের মাটিতে প্রথম শুন্য রানে আউট হন কোহলি। পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ বল খেলে আউট হন এই ডান-হাতি ব্যাটসম্যান। ঐ বছরই নভেম্বরে কলকাতায় শ্রীলংকার বিপক্ষে ১১ বল মোকাবেলা করে খালি হাতে মাঠ ছাড়েন কোহলি। তাই দুই বছর পর আবারো দেশের মাটিতে শুন্য রানে আউটের লজ্জা পেলেন কোহলি।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে শুন্য রানে আউট হলেন কোহলি। ২০০৪ সালে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শুন্য রানে আউট হয়েছিলেন সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেটের বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী।

Bootstrap Image Preview