Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যারা গরুর মাংস খায়, তাদের কুকুরের মাংসও খাওয়া উচিত: দিলীপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯, ০৬:২০ PM আপডেট: ১৩ নভেম্বর ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview


যারা গরুর মাংস খান, তাঁদের কুকুরের মাংসও খাওয়া উচিত। গত ৪ নভেম্বর (সোমবার) এমনই দাবি করে ফের বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপের কথা, ‘‘গরু আমাদের মা, গোহত্যাকারীদের সমাজবিরোধী হিসেবেই দেখি’’। পাশাপাশি গরুর দুধে কিনা সোনা আছে!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন অনুসারে এমন আজব মন্তব্য করেই শোরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, গরুর দুধে সোনা রয়েছে, আর সে কারণেই দুধের রং হলদেটে। কেউ যদি শুধু গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার প্রয়োজন নেই।

গোমাংস খাওয়া নিয়ে বুদ্ধিজীবীদের একাংশকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। বিজেপি সাংসদ এ প্রসঙ্গে বলেছেন, ‘‘অনেক শিক্ষিত লোক রয়েছেন, যাঁরা রাস্তার ধারে গো মাংস খান। কেন শুধু গরু খান? তাঁরা তো কুকুরের মাংসও খেতে পারেন। অন্যান্য পশুর মাংসও খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু নিজের বাড়িতে বসে খান। গরু আমাদের মা, গোহত্যাকারীদের সমাজবিরোধী হিসেবেই দেখি’’।

দিলীপ ঘোষের এই মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানিয়েছেন অধ্যাপক তথা কবি সুবোধ সরকার।

অন্যদিকে, গরুর দুধ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘দেশি গরুর পিঠে কুঁজ রয়েছে। বিদেশি গরুদের পিঠে তা থাকে না। তাদের পিঠ মোষদের মত মসৃণ হয়। ওই কুঁজে ‘স্বর্ণ নাড়ি’ রয়েছে। যখন সূর্যের রশ্মি ওই কুঁজে এসে পড়ে, তখন সোনা তৈরি হয়। এ কারণেই দেশি গরুর দুধ হলদে রঙের হয়, হাল্কা সোনালী হয়। কারণ এতে সোনা রয়েছে। কেউ যদি শুধু দেশি গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার দরকার হবে না’’।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলেছিলেন দিলীপ ঘোষ। যা নিয়ে তুমুল চর্চা চলেছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু এবার যে তত্ত্বের কথা বললেন দিলীপ, তা ঘিরে তুমুল সমালোচনা বিভিন্ন মহলে।

Bootstrap Image Preview