Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান দলে আসছে সাত ফুট লম্বা ক্রিকেটার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৯, ০১:৫৪ PM আপডেট: ০৮ নভেম্বর ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে লম্বা ক্রিকেটার কে? এমন প্রশ্নের জবাবে যে কেউ চোখ বুঝে বলে দিতে পারবেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের নাম। কিন্তু এবার ইরফানের থেকেও লম্বা ক্রিকেটার আসছে পাকিস্তান দলে। 

তবে তাঁর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে মোহাম্মদ মুদাস্সিরের অভিষেক হতে আর হয়তো বেশি দেরি নেই। ক্রিকেট বিশ্বকে চমকে দিতে তলে তলে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সাত ফুট চার ইঞ্চির এক ক্রিকেটারকে প্রস্তুত করছে তারা।  

৭ ফুট ৪ ইঞ্চির মুদাস্সিরের পেশাদার ক্রিকেটে অভিষেক হতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর পরের মরশুমে। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পারেন এই দীর্ঘকায় ক্রিকেটার। কালান্দার্সের প্লেয়ার্স ডেভলপমেন্ট প্রোগ্রাম থেকে উঠে এসেছেন মুদাস্সির। ইতিমধ্যে মূল দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মুদ্দাসির অবশ্য ইরফানের মতো পেসার তিনি। তিনি স্পিনার। তাঁর বয়স মাত্র ২১ বছর। 

Bootstrap Image Preview