Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শুক্রবার, জুন ২০২০ | ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

টুইটারে ভারতীয় সমর্থকদের হাহাকার, বুমরাহ তুমি কোথায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০৯:০৭ PM আপডেট: ০৪ নভেম্বর ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশের কাছে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে হেরেছে ভারত। টাইগারদের  বিপক্ষে হারের পর এই বুমরাহকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ভারতীয় সমর্থকরা। অনেকই ভাবছেন-ইশ, বুমরাহ থাকলে হয়তো ম্যাচটার ফল অন্যরকম হতে পারতো!

তাকে খুঁজে পেতে সমর্থকদের বেশি কষ্ট করতে হয়নি।  সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পরিপাটি স্যুটে একটি ছবি পোস্ট করেছেন ভারতীয় বুমরাহ নিজেই, যে ছবির কমেন্টে তার খোঁজ নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন ভক্তরা।

পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিতে নেই বুমরাহ। অবসর সময়টা উপভোগ করছেন নিজের মতো করে। সোমবারই টুইটারে নিজের ছবি পোস্ট করেন বুমরাহ, যে ছবির ক্যাপশনে লেখা ছিল, 'প্লেয়িং ইট কুল।'

বুমরাহর এই ছবি দেখে আবারও দুঃখবোধ চাড়া দিয়ে ওঠে ভক্ত-সমর্থকদের। ভক্তদের বেশিরভাগেরই প্রশ্ন ছিল, 'কোথায় আপনি?' একজন লিখেছেন, 'আমরা গতকাল আপনার ডেথ বোলিং মিস করেছি।' আরেক ভক্ত কান্নার ইমো যোগ করে লিখেন, 'গত রাতে মিস করেছি।'

অপর এক ভক্ত বুমরাহর ক্যাপশনের সূত্র ধরেই লিখেছেন, 'আপনি দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলুন, স্যার। তাহলে আমরাও সবাই কুল (ঠান্ডা) হবো।'

Bootstrap Image Preview