Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ জানালেন রোহিত শর্মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০৮:৫৫ PM আপডেট: ০৪ নভেম্বর ২০১৯, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিক ভারত।গত আট ম্যাচের ট্রেন্ড বদলে টি-২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে নবম সাক্ষাতে প্রথম জয় তুলে নিল মাহমুদউল্লাহরা। তবে অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশকে ছুঁড়ে দেওয়া লক্ষ্যমাত্রা যথেষ্ট ‘ডিফেন্ডবল’ ছিল, কিন্তু ফিল্ডিংয়ে ঘাটতির কারণে ম্যাচ হারতে হয়েছে দলকে। ম্যাচ শেষে এমনটাই জানালেন স্ট্যান্ড-ইন অধিনায়ক রোহিত শর্মা। 

তবে বাংলাদেশের এই জয়কে কোনওভাবেই খাটো করার পক্ষপাতী নন তিনি। সব বিভাগেই এদিন বাংলাদেশ ভারতকে টেক্কা দিয়েছে বলে মত রোহিতের। ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়কের কথায়, ‘বাংলাদেশের কৃতিত্বকে কোনওভাবেই খাটো করার নয়। ব্যাটিংয়ের শুরু থেকেই ওরা আমাদের চাপে রেখেছিল।’ পাশাপাশি নিজের দল নিয়ে বলতে গিয়ে ‘হিটম্যান’ জানান, ‘আমাদের স্কোরটা ডিফেন্ড করা উচিৎ ছিল। কিন্তু আমরা ফিল্ডিংয়ে অনেক ভুলচুক করেছি। দলের ছেলেরা একটু অনভিজ্ঞ। তবে তাঁরা এই ভুল থেকে শিক্ষা নিয়েই পরের ম্যাচে মাঠে নামবে।’

শুধু ফিল্ডিংয়ের গলদই নয়, ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও এদিন বারদু’য়েক মারাত্মক ভুল করে বসে ভারতীয় দল। টাইগারদের  ম্যাচ জয়ের নায়ক মুশফিকুরের একই ওভারে দুটি আউটের আবেদন ডিআরএস নেওয়ার ব্যাপারে ভুল করে বসে ‘মেন ইন ব্লু’। অন ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত না দিলেও পরে দেখা যায় রিভিউ নিলে আউট হতেন মুশফিকুর। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ‘নিজেদের ভুল’ আখ্যা দিয়েও বিষয়টি নিয়ে বেশি কথা বাড়াতে চাননি রোহিত।

Bootstrap Image Preview