Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাঙ্গালোরের ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০৮:৪২ PM আপডেট: ০৪ নভেম্বর ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


স্বাগতিক ইন্ডিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজে প্রথম টি-২০ তে গত রাতে তার ৪৩ বলে অপরাজিত ৬০ রানে ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশ দলের প্রথম জয় নিশ্চিত হওয়ার পর মুশফিক জানান তিন বছর আগে ব্যাঙ্গালোরের মত ভুল না করার প্রস্তুতি ছিল তার মধ্যে।

২০১৬ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে জয়ের পথে থাকার পরও শেষ মুহূর্তের ভুলে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। এ সময় জয়ের জন্য তিন বল থেকে মাত্র ২ রানের প্রয়োজন ছিল টাইগারদের। কিন্তু ক্রিজে থাকা দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ পরপর দুই বলে আউট হয়ে গেলে ভারতের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ জয়ের স্বাদ থেকে বঞ্চিত হয় টাইগাররা।

এ সময় পরপর দুই উইকেট পতনের পর শেষ বলে মুস্তাফিজুর রহমান অহেতুক দৌঁড়ে গিয়ে রান আউট না হলে ম্যাচটি টাই হতো। তবে ওই ম্যাচ হারের পুরো দায় এসে পড়েছিল দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ’র ঘারে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কেন বাউন্ডারী হাঁকিয়ে ম্যাচটির ইতি টানতে চেয়েছিলেন। যেখানে এক রান করে নিলেই যথেষ্ঠ ছিল। 

শেষ পর্যন্ত সেই ভারতের মাটিতেই তাদের হারিয়ে ওই দু:খ দূর করলেন বাংলাদেশ দলের সেই দুই ব্যাটসম্যান। ‘ব্যাঙ্গালোরের ভুত’ তাড়িয়ে মুশফিকই ভারতের বিপক্ষে জয় এন দিলেন টাইগারদের। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েই তিনি আপন হাতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়েছেন।

তিনি বলেন, ‘মানুষই ভুল সংশোধন করে। আপনি আপনার ভুল থেকেই শিক্ষা নিয়ে থাকেন। এটি জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। ওই ঘটনার পর আমি টি-২০ ও ওয়ানডে ম্যাচেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। যা আমাকে প্রচুর আত্মবিশ্বাস এনে দিয়েছে। জানি অতীতের ওই ঘটনার মুখোমুখি হবার কারণে এখন আমরা জানি এমন পরিস্থিতিতে পড়লে কি করতে হবে। 

২০ ওভারের ম্যাচ খেলতে মাঠে নামার আগে আমরা পরস্পরের সঙ্গে কথা বলে নিয়েছি। কি করতে হবে সেটি সম্পর্কে পরিস্কার হয়ে নিয়েছিলাম। কয়েক বছর পর আমি আর রিয়াদ মিলেই ম্যাচের সফল সমাপ্তি ঘটিয়েছি। এর অনুভুতি সত্যিই অসাধারণ।’

একই কন্ডিশনে যদি অতীতে অন্তত ১০-১৫ ওভার খেলার অভিজ্ঞতা থাকে, তাহলে যে কোন খেলোয়াড়ের ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে। এর আগেও আমি শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জিতিয়েছি। তাই সেটিও আমাকে প্রচুর আত্মবিশ্বাস যুগিয়েছে।’

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের জয়ে বাংলাদেশের জয়ে মুশফিকুর রহিম মূল ভূমিকা পালন করলেও অন্য খেলোয়াড়দের ভূমিকাও কম ছিল না। বিশেষ করে তরুণরা দলীয় জয়ে দারুণ ভূমিকা রেখেছে। মুশফিকও তাদের প্রশংসায় ভাসিয়েছেন।

তিনি বলেন,‘ এটি বাংলাদেশের জন্য দারুণ মুহূর্ত। এর আগে আমরা কখনো ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচে জয়লাভ করতে পারিনি। আমরা আমাদের কয়েকজন শীর্ষ খেলোয়াড়দের মিস করছি। তবে তরুণরা যেভাবে একতাবদ্ধ হয়ে এই উইকেটে বল করেছে সেটি অসাধারণ ব্যাপার। বিশেষ করে ভারতের মত দলের বিপক্ষে।

আমার মনে হয় এই উইকেটে স্বাগতিকরা যে রান সংগ্রহ করেছিল, তা লড়াই করার মত। কারণ এই উইকেটে ব্যাট করা বিশষে করে নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং করা সহজ ছিলনা। শেষভাগেও ব্যাট করা কঠিন হয়ে পড়েছিল, কারণ ভারতের বেশ কিছু মানসম্পন্ন স্পিনার রয়েছে। সুতরাং বিষয়টি খুব একটা সহজ ছিলনা। তবে ছেলেরা তাদের মেধার পরিচয় দিয়েছে। আমার মনে হয় এই ম্যাচে বা গোটা সিরিজেই আমাদের হারানোর কিছু নেই। আর সেই কারণে আমরা চাপমুক্ত হয়ে নির্ভয়ে স্বাধীনভাবে ইতিবাচক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছি। ’

৩৯ রান সংগ্রহ করা সৌম্য সরকারের সঙ্গে নিজের পার্টনারশীপটি ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ ছিল জানিয়ে মুশফিক বলেন, ‘ইনিংসের মধ্যভাগে যখন আমি ও সৌম্য ক্রিজে ছিলাম তখন আমি ভেবেই নিয়েছিলাম দুইজনের একজন অন্তত ১৯ ওভার পর্যন্ত টিকে থাকলে পারলে জয় পাওয়া সম্ভব। আমাদের প্রয়োজন ছিল শুধুমাত্র একটি ১৬-২০ রানের ওভার। সেখানে যদি একজন সেট ব্যাটসম্যান থাকে তাহলে সেটি সম্ভব। সুতরাং সেখানে আমার পরিবর্তে সৌম্য থাকলেও এমনটিই ঘটতো।’

Bootstrap Image Preview