Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দয়া করে সাকিবের সাথে এটা করবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ০৪:০৬ PM আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০৪:০৬ PM

bdmorning Image Preview


ক্রিকেটারদের ধর্মঘটের সমাধান হওয়ার পরও অনিশ্চয়তার মেঘ রয়ে গেছে দেশের ক্রিকেটের আকাশে। টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। সাকিব বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, জুয়াড়িদের প্রস্তাব গোপন রাখার অভিযোগে সাকিব এমন শাস্তি পেতে যাচ্ছেন। এই ইস্যুতেই সাকিবের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সাকিবের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দৈনিক আমাদের সময়ের পাঠকদের জন্য শাহরিয়ার আলমের বার্তাটি তুলে ধরা হলো-

‘আমি প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া এবং বিদেশি গণমাধ্যমে কাজ করেন এ রকম সকল বাংলাদেশি সাকিবের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবেন।

রাজনীতিবিদদের নিয়ে বিভ্রান্তিকর হেডলাইন করা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু দয়া করে সাকিবের (বা অন্য যেকোনো আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে এ রকম কোনো ক্রীড়াবিদের) সঙ্গে এটা করবেন না।

স্বাধীনতাত্তোর বাংলাদেশের সেরা সম্পদের অন্যতম একটির নাম সাকিব আল হাসান, যে আমাদের অনেক কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা বিশ্বের সেরা সেরা যেসব অলরাউন্ডারদের দেখে বেড়ে উঠেছিলাম তাদের সবার চেয়ে যে সে সেরা তা আমার আপনার বিবেচনায় নয়, বছরের পর বছরের পরিসংখ্যান এবং আইসিসিই তা বলেছে।

আর এটাকে অন্য কিছুর সঙ্গে অযথা জড়াবেন না।

আইসিসির নিয়ম আছে, যা বিসিবি দেখবে কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে।’

উল্লেখ্য, দুই বছর পূর্বে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব। যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন এই ক্রিকেটার। জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে পরে বিষয়টি জানতে পারে আইসিসি। বিষয়টি হালকাভাবে নেওয়ায় এমন শাস্তির মুখে পড়তে হচ্ছে সাকিবকে।

সাকিবের ব্যাপারে আইসিসি কঠিন কারণ তিনি এ বিষয়ে ২৫টির মতো প্রশিক্ষণ নিয়েছিলেন। এদিকে বিসিবি জানিয়েছে, সাকিব সহযোগিতা চাইলে প্রস্তুত রয়েছে তারা।

Bootstrap Image Preview