Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত সফর: বৈঠকে সাকিবের বিকল্প খেলোয়াড় ঠিক করেছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০৯:২৫ PM আপডেট: ২৮ অক্টোবর ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview


ভারত সফর নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার বিকেলে হঠাৎ করেই রুদ্ধদ্বার সভায় বসেন পাপন। বোর্ড প্রধানের সেই সভায় ডাক পড়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কয়েকজন ক্রিকেটারের।

সন্ধ্যায় প্রস্তুতি ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্পিন কোচ ড্যানিয়েল ভোট্টোরি, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ছিলেন বোর্ড সভাপতির সেই সভায়। ভেট্টোরি-রাসেলের আগেই নাজমুল হাসানের সঙ্গে দেখা করতে যান মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। যেখানে অনুপস্থিত অধিনায়ক সাকিব আল হাসান।

অবশ্য ক্রিকেটারদের বিদ্রোহ শেষ হলেও ভারত সফরের জন্য প্রথমদিনের অনুশীলনেই আসেননি সাকিব। পরের দিন গেলেও রোববারের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠেই যাননি অধিনায়ক। তারপরই গণমাধ্যমে বিসিবি প্রধান জানান সাকিব নাকি ভারত সফরে যেতে চাইছেন না!

আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগ মুহুর্তে ডাকা বৈঠকে সাকিব ভারত সফরে না গেলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় বা যাবে, তা নিয়েই কথা হয়েছে। সম্ভাব্য বিকল্প অধিনায়ক নিয়েও আলোচনা হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, সাকিবের বিকল্প টেস্ট অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি এবার মুশফিকুর রহীমের নামও উচ্চারিত হয়েছে। সাকিব না গেলে দুই ভায়রার যে কোনো একজন হয়তো নেতৃত্ব দেবেন।

টি-টোয়েন্টি অধিনায়ক পদে থাকছে বড়সড় চমক! সাকিব দল পরিচালনায় না থাকলে মোসাদ্দেক হোসেন সৈকতের কথাই ভাবা হচ্ছে। সাকিব শেষ পর্যন্ত না গেলে খুব সম্ভবত মোসাদ্দেকই হতে যাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

Bootstrap Image Preview