Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদ্রাসায় যাওয়ার পথে ছাত্রীর সর্বনাশ করলো যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ১০:২৩ PM আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রায়পুরে চতুর্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর সম্ভ্রমহানির অভিযোগে করা মামলায় মাসুদ গোলদার নামে যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ছাত্রীর বাবা মাসুদের বিরুদ্ধে মামলা করেন। 

জানা গেছে, বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রাম থেকে মাসুদকে আটক করা হয়। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি মাসুদ ওই গ্রামের জাকির গোলদারের ছেলে।

মামলা সূত্র জানায়, শ্লীলতাহানির শিকার ছাত্রী চরকাছিয়া গ্রামের আল জামীয়া মোহাম্মদীয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। মঙ্গলবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাসুদ ওই ছাত্রীর মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে সম্ভ্রহানি করা হয়। একপর্যায়ে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাসুদ পালিয়ে যায়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে কাদামাখা পোশাকসহ অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে চেয়ারম্যানের পরামর্শে ছাত্রীর মা রাতে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে রায়পুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ওই ঘটনায় মেয়ের বাবা মামলা করেছে।

Bootstrap Image Preview