Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যা: মিজান ৫ দিনের রিমান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ০৩:৩৮ PM আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার মিজানুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ আদেশ দেন।

এর আগে গত ১১ অক্টোবর আসামি মিজান অসুস্থ থাকায় কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর থেকে সে কারাগারে ছিলো।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি মিজানকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা বরকত উল্লাহ বাদি হয়ে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৯ জনের নামে চকবাজার থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গ্রেফতারদের মধ্যে ৮ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Bootstrap Image Preview