Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, জুলাই ২০২০ | ১৮ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

পাক সেনার গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯, ১১:৩৯ AM আপডেট: ২০ অক্টোবর ২০১৯, ১১:৩৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় দুই সেনা এবং এক বেসামরিক নিহত হয়েছে। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে, পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। 

কুপওয়ারার তাংঘার সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী। গোলাগুলিতে সেখানকার দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহেও পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে ভারত। নিয়ন্ত্রণরেখার বারামুল্লা এবং রাজৌরি সেক্টরে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত জুলাই মাসে ২৯৬ বার, আগস্টে ৩০৭ বার এবং সেপ্টেম্বরে ২৯২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

গত মাসে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয় যে, চলতি সেপ্টেম্বর পর্যন্ত বিনা উসকানিতে দুই হাজার ৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এতে ভারতের ২১ জন নিহত হয়েছে।

Bootstrap Image Preview