Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত সফর অনিশ্চিত সাইফউদ্দিনের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:০৯ PM আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৭:০৯ PM

bdmorning Image Preview


পিঠের চোটের কারণে আগামী নভেম্বরে  ভারত সফরে টাইগার স্কোয়াডে নাও থাকতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন! শুধু তাই নয়,  ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) স্কোয়াডেও রাখা হয়নি পেস অলরাউন্ডারকে।

সোমবার ২১তম জাতীয় লিগের জন্য প্রতি দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত কোনো দলের স্কোয়াডেই নেই সাইফউদ্দিন। নাম নেই দেশসেরা স্পিডস্টার তাসকিন আহমেদেরও। মূলত দুজনই ইনজুরিতে থাকায় কোনো দলের স্কোয়াডে রাখা হয়নি তাদের।

এ প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, সাইফউদ্দিন ও তাসকিন দুজনই চোটে ভুগছে। তাসকিন এখনও বোলিং শুরু করতে পারেনি। তাই লিগের শুরুর রাউন্ডের স্কোয়াডে জায়গা হয়নি তার। সাইফউদ্দিনের এনসিএলে খেলার সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে তার স্ক্যান করানো হয়েছে। ওর সেরে উঠতে সময় লাগবে। ভারতের বিপক্ষে সিরিজে নাও খেলতে পারে সে। রিপোর্ট হাতে পেলেই সবকিছু নিশ্চিত করতে পারব।
 

Bootstrap Image Preview