Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপ টেস্টে ফেল করেও ৫ বার সুযোগ পাবেন আশরাফুল ও নাসির !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ০৬:২৬ PM আপডেট: ০১ অক্টোবর ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview


আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে শীর্ষস্থানীয় প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। কিন্তু এই লিগে অংশ গ্রহন করার আগে সকল খেলোয়াড়কে দিতে হবে বিপ টেস্ট। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ১১। তাতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ফেল করেছেন। ফিটনেস পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি আব্দুর রাজ্জাক ও অলরাউন্ডার নাসির হোসেন।

মঙ্গলবার বিপ টেস্টে ৯.৬ পয়েন্ট পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আর নাসির পেয়েছেন ৯.৭ পয়েন্ট। এনসিএল খেলতে হলে ফের তাদের পরীক্ষায় বসতে হবে।

যার বিপ টেস্ট উত্তীর্ণ হতে পারেননি তাদের প্রসঙ্গে হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘দরকার হলে ৫ বার পরীক্ষার সুযোগ দেব। গতবারও দিয়েছি। ৪-৫ জন পারেনি লেভেল ছুঁতে।’

‘তাদেরকে রাখা হয়নি এবং সময় দেয়া হয়েছিল, বলা হয়েছিল তোমরা যখনই বিপ টেস্টে পাশ করবে পরদিনই দলে জায়গা পাবে। গতবার এভাবে কিন্তু ৩-৪ জন দলে খেলার সুযোগ পেয়েছিল।’ যোগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

দেশের ক্রিকেটকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে ফিটনেস এবং ফিল্ডিংয়ের দিকে বেশি জোর দিচ্ছে বিসিবি। হাবিবুল বাশার বলেন, ‘সিদ্ধান্তে এসেছি এই কারণে যে, ভবিষ্যতের ক্রিকেটের জন্য আমরা একটা ব্র্যান্ড সেট করতে চাই। সেটার প্রথম শর্ত হলো ফিটনেস এবং ফিল্ডিং সবার আগে।’

Bootstrap Image Preview