Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিপিএল খেলতে আজই দেশ ছাড়ছেন সাকিব  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ AM আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


ক্যারিবিয় প্রিমিয়ার লীগ (সিপিএল) টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ অল রাউন্ডার সাকিব আল হাসানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের প্রয়োজনে দেশের হয়ে খেলার নিশ্চিয়তা সাপেক্ষে সাকিবকে এই ছাড়পত্র দেয়া হয়েছে বলে আজ ক্রিকেট অপারেশন্স-এর চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকাকে আসন্ন ভারত সফরের অনুশীলন ক্যাম্পে অংশগ্রহণের শর্তে ক্যারিবীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি  টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি  সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে বাংলাদেশ।

আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘সিপিএলে অংশগ্রহণের জন্য আমরা সাকিবকে ছাড়পত্র দিয়েছি। তবে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে যোগ দেয়ার শর্তেই তাকে এই ছাড়পত্র দেয়া হয়েছে। তার প্রত্যাবর্তনের তারিখ আমরা এখনো চুড়ান্ত করিনি। অনুশীলনের সূচি চূড়ান্ত করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি  সিরিজের ফাইনাল শেষে আজই বুধবার দেশ ছাড়ার কথা রয়েছে সাকিবের। সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস-এর হয়ে খেলবেন সাকিব।

Bootstrap Image Preview