Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোড অফ কনডাক্ট’ লঙ্ঘন করে আইসিসি-র কাছে ভর্ৎসিত হলেন বিরাট  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৯ PM আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview


গতকাল মোহালিতে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। এই দিন ম্যাচ হারের পাশাপাশি ‘কোড অফ কনডাক্ট’ লঙ্ঘন করে আইসিসি-র কাছে ভর্ৎসিত হলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি।

সোমবার আইসিসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘বিরাট কোহলি আইসিসি-র ২.১২ ধারায় প্লেয়ারদের কোড অফ কনডাক্ট লঙ্ঘন করেছে৷ প্লেয়ার, আম্পায়ার ও ম্যাচ রেফারি অথবা অন্য কোনও ব্যক্তির সঙ্গে অসঙ্গত শারীরিক সংঘর্ষ করলে দোষী সাব্যস্ত হয়৷ এর ফলে বিরাটের ওয়ান ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে কোহলির শৃঙ্খলাভঙ্গের রেকর্ডের সঙ্গে৷ এ নিয়ে ২০১৬ সেপ্টেম্বর থেকে সংশোধিত কোড চালু হওয়ার পর থেকে তিনবার শৃঙ্খলা ভাঙল কোহলি৷’

চিন্নাস্বামীতে ব্যাটিং করার সময় রান নিতে গিয়ে প্রোটিয়া বোলার বিউরন হেনড্রিক্সের সঙ্গে সংঘর্ষে জড়ান কোহলি৷ ম্যাচের পর বিরাট ম্যাচ-রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করেছেন৷ এর পর বিরাটের মোট তিন ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে৷ প্রথম ডেমেরিট পয়েন্ট হয় গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে৷ দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট যোগ হয় ২০১৯ বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম্যাচে৷

Bootstrap Image Preview