Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনজুরি থাকলেও ফাইনাল ম্যাচ খেলবেন রশিদ খান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৭ PM আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এবং মাঠ ত্যাগ করেন আফগান অধিনায়ক। তবে সবাইকে বিস্মিত করে ২০ মিনিট পড়েই আবার মাঠে ফিরে নিজের নির্ধারিত ৪ ওভার বোলিং করেন। ব্যথা নিয়েই তিনি খেলা চালিয়ে যান।
রশিদ খান বলেন গুরুতর ইনজুরি সত্ত্বেও সর্বান্ত:করণে দেশের হয়ে খেলার একটা উদাহরণ সুষ্টির লক্ষ্যেই মূলত তিনি মাঠে নেমেছেন।

তিনি আজ সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় বোলিং করাটা আমার উচিত হয়নি। তবে দলের যখন আপনাকে প্রয়োজন তখন আপনাকে মাঠে নামতে হবে। বিশেষ করে আমরা যে দেশে বাস করি যেখানে সত্যিকারার্থে আমরা আমাদের উপড় খুব বেশি ফোকাস দিতে পারিনা এবং যখনই দেশের বিষয় আসে তখন একটা হাত না থাকলেও আমরা নিজেদের উজার করে দিতে পারি।’

‘যেমনটা আমরা দেখেছি বিশ্বকাপ বাছাই পর্বে জিম্বাবুয়েতে আসগর আফগান এ্যাপেনডিক্স অপারেশনের মাত্র চার দিন পর মাঠে নেমেছেন এবং বলেছেন আমি খেলব। দলের তরুণ খেলোয়াড়রা এ থেকে শিখছে।’

‘আমার যদি খেলার দশ শতাংশ সম্ভাবনাও থাকে আমি মাঠে নামব। কেননা আমি আমার দেশকে ভালবাসি এবং আমার দেশ চায় আমরা ম্যাচটি জিতি। নিজের চেয়ে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

গত ম্যাচে পড়া ইনজুরি নিয়ে খেলার সিদ্ধান্ত সঠিক না হলেও ফাইনালের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Bootstrap Image Preview