Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 সাকিবদের সতর্ক করেন ডোমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪ PM আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেরফাইনালে আফগানিস্তানের বিপক্ষে কোন প্রকার আত্মতৃপ্তিতে না ভুগতে বাংলাদেশ খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

টানা চার ম্যাচ পরাজিত হওয়া আফগানিস্তানের বিপক্ষে জয়ের ধারায় ফেরায় কিছুটা নির্ভার রয়েছে টাইগাররা। চট্টগ্রামে সফরকারী আফগানদের চার উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। যা টাইগারদের অতিমাত্রায় আত্মবিশ্বাসী করে তুলেছে। মোহাম্মদ সাইফুদ্দিন বলেই ফেলেছেন যে, সামর্থ্যরে ৬০ ভাগ প্রয়োগ করতে পারলেই আফগানদের হারাতে পারবে টাইগাররা।

ওই মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন ডোমিঙ্গো। তিনি তার শিষ্যদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, তারা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে সেরা পারফরমেন্স দেখাতে পারেনি। তার মতে, আফগানিস্তানকে হারাতে হলে বাংলাদেশকে শুধু ভাল খেললে চলবে না, বরং অনেক ভাল খেলতে হবে। সুতরাং মাত্র ৬০ শতাংশ দিয়েই তাদেরকে হারানোর চিন্তা করাই যাবে না।

মঙ্গলবারের ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘৬০ ভাগ সামর্থ্য দিয়ে তাদের বিপক্ষে জয় পাবার কথা আমি চিন্তাই করি না। আমাদেরকে খুবই ভাল খেলতে হবে। আমরা যদি ৬০ ভাগ সামর্থ্য দিয়ে খেলি, তাহলে ৫০ ভাগ সামর্থ্য দিয়ে খেলেই আফগানিস্তান আমাদের হারাতে পারবে। এভাবেই আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদেরকে আরো ভাল করতে হবে। আমরা যদি আমাদের খেলার ধার আরো বাড়াতে না পারি তাহলে, আফগানিস্তান আমাদের হারিয়ে দেবে।’

তিনি বলেন, ছয় ম্যাচের চারটিতেই জয়লাভ করা আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশকে দক্ষতা বাড়ানোর পাশাপাশি গভীর মনোযোগ দিতে হবে। ডোমিঙ্গো বলেন, ‘আমরা জানি আফগানিস্তান ভাল একটি দল। তবে আমরা যদি নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে যে কোন দলকেই আমরা হারাতে পারবো। সেরাটা দিতে পারলে জয় পাওয়াটা আমাদের জন্য বিস্ময়ের কোন ব্যাপার হবে না। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের দক্ষতা সঠিকভাবে প্রয়োগ করতে পারা এবং আফগানিস্তানের মত দলকে হারানোর ব্যাপারে মনস্থির করতে পারা।’

উল্লেখ্য,আগামীকাল মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট  অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

Bootstrap Image Preview