Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিদায়ী ম্যাচে যা বললেন মাসাকাদজা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৯ PM আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ও নিজের আর্ন্তজাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে ব্যাটিং নৈপুণ্য দিয়ে স্মরণীয় করে রাখলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ব্যাট হাতে ৪টি চার ও ৫টি ছক্কায় ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলেন মাসাকাদজা। 

তার ব্যাটিং নৈপুন্যে শক্তিশালী আফগানিস্তানকে আজ ৭ উইকেটে হারায় জিম্বাবুয়ে। যার মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে দলকে প্রথম ও নিজের শেষ ম্যাচে জয় পেতে মহাগুরুত্বপূর্ণ অবদান রাখতে পারায় খুশী ৩৬ বছর বয়সী মাসাকাদজা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাসাকাদজা বলেন, ‘এভাবে ক্যারিয়ার শেষ করতে পেরে দারুন লাগছে। ড্রেসিং রুমে এমন জয়ের ব্যাপারে কথা বলেছিলাম। আফগানিস্তানের জয় রথ থামাতে পেরে দারুন অনুভূতি। ছেলেরা নিজের লড়াকু মনোভাব দেখিয়েছে। প্রথম ম্যাচ আমরা জিততে পারলে টুর্নামেন্টের চিত্র অন্যরকম হতো। ক্যারিয়ারে অনেক উথান-পতন হয়েছে। দেশের হয়ে সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলতে পেরেছি এবং গ্র্যান্ট ফ্লাওয়ারের হাত থেকে অভিষেক ম্যাচের ক্যাপ নিতে পেরেছি। শ্রীলংকার মাটিতে ও বিদেশের মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিততে পারি আমরা। এমন ক্যারিয়ারে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও পরিবারের অবদান ছিলো। তাদেরকে ধন্যবাদ জানাই।’

জিম্বাবুয়ের হয়ে ২০৯টি ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ-সেঞ্চুরিতে ২০৮ ইনিংসে ৫৬৫৮ রান করেন তিনি। দেশের পক্ষে সর্বোচ্চ রানে এই ফরম্যাটে চতুর্থস্থানে রয়েছেন মাসাকাদজা।

Bootstrap Image Preview