Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‍্যাংকিংয়ে বাংলাদেশের সাথে ব্রাজিলও পিছিয়ে গেল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১২ PM আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১২ PM

bdmorning Image Preview


সদ্য প্রকাশিত ফিফার র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে র‍্যাংকিং তালিকায়  তাদের অবস্থান ১৮৭তম। 

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চারটি দল বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে। ভারত ১০৪, আফগানিস্তান ১৪৬, মালদ্বীপ ১৫৩, নেপাল ১৬১ ও ভুটান ১৮৫তম স্থানে অবস্থান করছে।

এছাড়াও র‍্যাংকিংয়ে সেরা দশে থাকা দল গুলোরর মধ্যে কিছুটা হেরফের ঘটেছে। ফিফা র‌্যাংকিংয়ে সেরা দশে থাকা দলগুলো হলো- বেলজিয়াম (১), ফ্রান্স (২), ব্রাজিল (৩), ইংল্যান্ড (৪), পতুর্গাল (৫), উরুগুয়ে (৬), স্পেন (৭), ক্রোয়েশিয়া (৮), কলম্বিয়া (৯) ও আর্জেন্টিনা (১০)।

ফিফা র‌্যাংকিংয়ে সেরা দশে থাকা দলগুলো হলো- বেলজিয়াম (১), ফ্রান্স (২), ব্রাজিল (৩), ইংল্যান্ড (৪), পতুর্গাল (৫), উরুগুয়ে (৬), স্পেন (৭), ক্রোয়েশিয়া (৮), কলম্বিয়া (৯) ও আর্জেন্টিনা (১০)।

Bootstrap Image Preview