Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে মারধর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৯ PM আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


তিনি জনপ্রিয় গায়ক। তার থেকে এখন বড় পরিচয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী। সেই বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হলেন। হাতাহাতির এক পর্যায়ে তার জামা ছিঁড়ে ফেলেন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিনিধিরা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিজেপি নেতা বাবুলের পথ আটকায় সংগঠনের সদস্যরা। অথচ আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন ‘চোরি চোরি চুপকে চুপকে’ এবং ‘বম্বে কাঁপিয়ে, সারা ভারত নাচিয়ে’র গায়ক বাবুল।

প্রথমে বাবুল সুপ্রিয়র নিরাপত্তারক্ষীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বাম ছাত্রদের। এরপর মন্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, বাবুল সুপ্রিয় আগে হাত তুলেছেন।

এসএফআই নেতা দেবরাজ দেবনাথ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা তাকে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছিলাম। উনি ইচ্ছাকৃতভাবে ওই ভিড়ের মাঝে দাঁড়িয়ে নাটক করছেন। আমরা তার গায়ে হাত তুলিনি। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ বিজেপির নীতি ও কাজের বিরুদ্ধে। ওদের মানুষ খুনের বিরুদ্ধে।’

পরিস্থিতি সামাল দিতে খোদ উপাচার্য এসে হাজির হন ঘটনাস্থলে। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। উপাচার্যকেও নিগ্রহ করা হয় বলে জানিয়েছেন বাবুল।

Bootstrap Image Preview