Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যাদের বেতন বেশি দিতে বললেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২ AM আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২ AM

bdmorning Image Preview


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের পর হতাশ টাইগাররা। তবে সেই হতাশা ভুলে এখন সামনের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দিকে মন দিতে চান ক্যাপ্টেন সাকিব আল হাসান।

চট্টগ্রাম টেস্টে হারের পর খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর প্রসঙ্গে কথা বলেছেন সাকিব,  ‘যারা সব সময় ভালো খেলবে তাদের ম্যাচ ফি বেশি দেয়া উচিত। কারণ যদি সব সময় কিছু খেলোয়াড়ই খেলে, তাহলে তাদের ম্যাচ ফি বেশি হওয়া উচিত। আমার তাই মনে হয়।’

তিনি আরও বলেন, ‘বিষয়টা এমন না যে বিশ্বকাপে ভালো খেলার পর আমি মনে করেছি আকাশে ছিলাম। আবার এই ম্যাচ খারাপ খেলার পর মনে করেছি যে আমি মাটির তলে চলে গেছি, তাও না। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। এখন এটা কে কীভাবে নেবে বা কে কীভাবে চিন্তা করবে, এটা তাদের ব্যাপার।’

নবাগত আফগানিস্তানের বিপক্ষে নিজের পারফম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি সব সময় বলেছি চেষ্টা থাকে কীভাবে ভালো করতে পারি। সব সময় অবদান রাখতে পারব না, এটি খুবই স্বাভাবিক। একটা ম্যাচ খারাপ যেতেই পারে।’

Bootstrap Image Preview