Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে হারানোর জন্য এক ঘণ্টা সময় চেয়েছেন রশিদ খান 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫ PM আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম টেস্টে জয়ের দ্বার প্রান্তে আফগানিস্তান। পঞ্চম দিনে ৪ উইকেট নিলেই টাইগারদের বিপক্ষে  জয় নিশ্চিত হবে তাদের। কিন্তু তাদের জয়ের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে সাগরিকায়। 

দুপুর ১টার পর কয়েকমিনিট বল মাঠে গড়ালেও বৃষ্টি বাগড়ায় আবার বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়াতে বিষণ মন খারাপ আফগান ক্যাপ্টেন রশিদ খানের। 

বৃষ্টি নিয়ে এই মুহূর্তে রশিদ খান কি ভাবছেন? এমন প্রশ্ন আফগানিস্তান দলের স্যোশাল মিডিয়া ম্যানেজার সৈয়দ হযরত সাদাতের কাছে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, রশিদ খুব আক্রমণাত্মক খেলোয়াড়। চ্যালেঞ্জ খুব ভালোবাসে ও। বৃষ্টিতে খেলা ভেস্তে যাক তা কখনই চান না তিনি। তাই ভীষণ হতাশ তিনি।

রশিদ খান বলেছেন, ‘আমাদের জন্য এক ঘণ্টা হলেই যথেষ্ট। তাহলেই ম্যাচ জিততে পারব আমরা। একটা সেশন হলেই আমাদের চলত।’’

৩৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রোববার চতুর্থ দিনে ১৩৬ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জিততে হলে বাংলাদেশের আরও প্রয়োজন ২৬২ রান, হাতে রয়েছে চার উইকেট। 

Bootstrap Image Preview