Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রবল বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না, আজ খেলা না-ও হতে পারে !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ AM আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview


ফরকারী আফগানিস্তানের বিপেক্ষ চলমান টেস্ট পরাজয়ের দ্বারপ্রান্তে স্বাগতিক বাংলাদেশ।ম্যাচ জয়ের জন্য ৩৯৮ রানের অসম্ভব লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান। জয়ের জন্য এখনো পাহাড় সমান রান টপকাতে হবে টাইগারদের। কিন্তু পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আগেই সকাল থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি নেমেছে। 

যে কারণে খেলোয়াড়রা হোটেল থেকে নির্ধারিত সময়ে (সকাল ৮টায়) বের হননি। আজকের খেলা ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে হয়তো প্রথম সেশনে এক বলও খেলা সম্ভব হবে না।

প্রবল বৃষ্টির কারণে এখনো মাঠ ঢেকে রাখা হয়েছে। কখন বৃষ্টি থামবে সেটি অনিশ্চিত।  তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টির কারণে আজ খেলা নাও হতে পারে। 

এর আগে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। দিন শেষে সাকিব ৩৯ এবং সৌম্য সরকার শূন্য রানে অপরাজিত আছেন।

ম্যাচ বাঁচাতে ৪ উইকেট হাতে নিয়ে টাইগারদের এখনো করতে হবে ২৬২ রান কিংবা টিকে থাকতে হবে তিন সেশন।

Bootstrap Image Preview