Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টিতে মালিঙ্গার বিশ্ব রেকর্ড 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ PM আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


ওয়ান ডে ম্যাচে পর পর চার বলে ৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব আগেই দেখিয়েছেন লাথিস মালিঙ্গা।  এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পর পর চার বলে ৪টি উইকেট নিলেন তিনি । একই সঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক এবং ১০০ উইকেটের মাইলফলক টপকে গেলেন এই ডান হাতি পেসার।

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে এমন বিরল নজির গড়েন মালিঙ্গা। ২০০৭ ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর চার বলে ৪টি উইকেট নিয়েছিলেন লাথিস।  

এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে মালিঙ্গা আউট করেন যথাক্রমে কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি’গ্র্যান্ডহোম ও রস টেলরকে।

Bootstrap Image Preview