Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইতিহাসের সামনে দাঁড়িয়ে  আবাহনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০১:৫৪ AM আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০১:৫৪ AM

bdmorning Image Preview


এএফসি কাপে ইন্টার জোন প্লে অফের সেমিফাইনালের প্রথম পর্বে শক্তিশালী উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে ৪-৩ গোলের দুর্দান্ত জয় পেয়েছে  ঢাকা আবাহনী।

২৮ আগস্ট ফিরতি পর্বে উত্তর কোরিয়ার ক্লাবটির সঙ্গে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে 

খেলা শুরুর ৩৩ মিনিটে নায়ক মিডফিল্ডার সোহেল রানা। তার গোলেই লিড আবাহনীর। আনন্দের রেশ ছিলো মাত্র দু'মিনিট। স্বাগতিক রক্ষণভাগের চোখে ধুলো দিয়ে সমতা ফেরান এপ্রিল টোয়েন্টি ফাইভের চো জোং হিয়োক।

নাটকের সবে শুরু। ৩৭ মিনিটে রায়হানের সহায়তায় আবাহনী সমর্থকদের প্রাণে স্বস্তি ফেরান নাবিব নেওয়াজ জীবন।
এরপর ৫৪ মিনিটে অতিথিদের হয়ে গোল করেন রিম চোল মিন। ক্ষনে ক্ষনে বদলায় ম্যাচের রং। রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে ৫৭ মিনিটে জয়ের স্বপ্ন উপহার দেন সানডে।

৬১ মিনিটে ম্যাচের মোর আবারো ঘুড়িয়ে দেন ঢাকার ফটুবলের পরীক্ষীত সৈনিক সানডে। ৪-২ গোলে এগিয়ে থাকা আবাহনীকে ৭৬ মিনিটে শেষ ধাক্কা দেন পাক সং রক। তবে, দক্ষতার সঙ্গেই সে ধাক্কা সামাল দিয়েছেন লেমস শিষ্যরা। 

Bootstrap Image Preview