Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে না থাকার হুমকি দিলেন নাফিসা কামাল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০১:৪৫ AM আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০১:৪৫ AM

bdmorning Image Preview


আসন্ন বিপিএল শুরুর আগেই বেশ উত্তাপ ছড়াচ্ছে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সাথে ফ্র্যাঞ্চাইজির একের পর এক বিষয় নিয়ে মনোমালিন্য হয়েই যাচ্ছে। 

এবারের আসরে বিপিএলের লভ্যাংশ বণ্টনের দাবি উত্থাপিত করেছে অংশগ্রহনকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা লভ্যাংশ চাইলে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি বাড়ানোর কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএলের লভ্যাংশ বণ্টন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক আইসিসির সাবেক প্রেসিডেন্ট এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা নাফিসা কামাল, তার দাবি, বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য মোটেই লাভজনক নয়। রীতিমতো ‘লস প্রজেক্ট’।

নাফিসা বলেন, ‘সাত বছর আমরা বিপিএলে খেলে যাচ্ছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো। সিলেটের সাথে ছিলাম। অথচ এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি। কোন ফ্র্যাঞ্চাইজিই ব্রেক ইভেনে আসতে পারেনি। এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা তার অংশ হতে চাইব। আমরা অনেক বড় একটি স্টেকহোল্ডার। এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রেভিনিউ শেয়ারিং মানে আমরা বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বলছি পারশিয়ালি গ্রাউন্ড রাইটস বা টিকিট রাইটস আমাদের অংশীদার করতে হবে। কীভাবে বিক্রি করব সেটা আমাদের দায়িত্ব।’

Bootstrap Image Preview