Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে সবজির ঝুড়িতে ইয়াবা পাচারকালে আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০৮:৪৯ PM আপডেট: ২০ আগস্ট ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


রাজধানীর খিলক্ষেত এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সবজির ঝুড়িতে লুকানো সাড়ে আট হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে খিলক্ষেতের বিআরটিএ ডিপোর সামনে থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয় বলে র‍্যাব-৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরের দিকে খিলক্ষেতের বিআরটিএ ডিপোর সামনে অভিযান চালায় র‌্যাব-৪-এর একটি দল। সে সময় সদরঘাট থেকে বাইপাইলের একটি যাত্রাবাহী বাসে (ভিক্টর ক্লাসিক) তল্লাশি চালিয়ে সবজির ঝুড়িতে লুকানো আট হাজার ছয়শ’ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। 

এতে আরও বলা হয়, আটক দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র‍্যাব।

Bootstrap Image Preview