Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছদ্মবেশে ঢুকেছে চার আইএসআই চর, সতর্ক ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০৬:৫৬ PM আপডেট: ২০ আগস্ট ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানি পাসপোর্টের সাহায্যে রাজস্থান সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েছে চার আইএসআই চর। যে কোনও মুহূর্তে তারা বড়সড় হামলা চালাতে পারে। এই হুঁশিয়ারি দিয়েছে ভারতের গোয়েন্দা দপ্তর। তার জেরে সোমবার থেকেই রাজস্থান–গুজরাট সীমানা সহ সারা দেশে কড়া সতর্কতা জারি হয়েছে। 

রাজস্থানের সিরোহি জেলার এসপি কল্যাণমল মীনা এই সতর্কতামূলক খবর পেয়েই তৎক্ষণাৎ পদক্ষেপ করেছেন। তিনি রাজ্যের সব কটি থানায় চিঠি লিখে পুলিশবাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ বলেছেন, ওই আইএসআই জঙ্গিরা যেকোনও মুহূর্তে দেশের যেকোনও প্রান্তে নাশকতা চালাতে পারে।

সতর্কতা পাওয়ার পরই বাজার, সিনেমাহল, স্টেশন, বাস স্টপের মতো ভিড়ে ঠাসা অঞ্চলগুলি, হোটেল, স্কুল, কলেজে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট তৈরি করে চলছে চেকিং। কাউকে সন্দেহজনক মনে হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুধু রাজস্থান এবং গুজরাটই নয়, দেশের সর্বত্র নিরাপত্তার কড়াকড়ি চলছে। কার্যত নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা ঘেরাটোপ। জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরই এই হামলার ছক কষেছে জঙ্গিরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Bootstrap Image Preview