Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত নই: অমর্ত্য সেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০২:২৩ PM আপডেট: ২০ আগস্ট ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview


কাশ্মীর ইস্যুতে এবার মুখ খুললেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এটি যে শুধুমাত্র সমস্ত মানুষের অধিকার বজায় রাখার বিরোধিতা করেছে তা নয়, এই পদক্ষেপে সংখ্যাগরিষ্ঠের কথাও ভাবা হয়নি। সেইসঙ্গে একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত নই বলেও মন্তব্য করেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি না যে গণতন্ত্র ছাড়া কোনভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব।’

৮৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘গোটা বিশ্বে গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করেছে ভারত। তবে এখন আর আমি একজন ভারতীয় হিসাবে এই সত্য নিয়ে গর্বিত নই যে ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। কেননা যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি।’

অন্যান্য রাজ্যের লোকেরা জম্মু ও কাশ্মীরে জমি কিনতে পারবে এই কথা মনে করে অমর্ত্য সেন বলেন যে, রাজ্যের জনগণের (জম্মু ও কাশ্মীর) কথা ভেবেও কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত।

‘এটি এমন একটি বিষয় যেখানে কাশ্মীরিদের বৈধ দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ যে এটি তাঁদের জমি,’ বলেন তিনি ।

এছাড়া জম্মু ও কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার বিষয়েও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন অমর্ত্য সেন।

সরকার ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ হিসাবে জম্মু ও কাশ্মীরকে বিশাল নিরাপত্তার আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে, যেগুলিতে জনসাধারণের ক্ষতি হতে পারে এমন প্রতিক্রিয়া রোধ করতেই এই পদক্ষপ বলে বর্ণনা করেছে সরকার।

এই সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করে অমর্ত্য সেন বলেন ‘এটি সর্বোত্তম ঔপনিবেশিক অজুহাত। ব্রিটিশরা এভাবেই ২০০ বছর ধরে দেশ চালিয়েছিল।’

তিনি আরও বলেছেন, আমরা যখন স্বাধীনতা পেলাম তখন আমরা প্রত্যাশা করেছিলাম... আমরা আমাদের ঐতিহ্য মেনে কাজ করব।আগস্টের শুরুর দিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এরপর থেকে কাশ্মীরে চরম উত্তেজনা বিরাজ করছে।

Bootstrap Image Preview