Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীদের বেশি টানে টাক মাথার পুরুষরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০৬:২২ PM আপডেট: ১৯ আগস্ট ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অনেকেই মাথার চুল ধরে রাখতে জান-প্রাণ চেষ্টা করে। তাদের দৃষ্টিতে মাথার চুল পড়ে গেলে বয়স স্বাভাবিকের চেয়ে বেশি মনে হয়। কিন্তু নতুন এক গবেষণায় বলা হচ্ছে, টাক মাথার পুরুষ নারীদের কাছে বেশি আকর্ষণীয়। কেবল তাই নয়, নারীদের কাছে টাক মাথার পুরুষ তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী ও প্রভাবশালী ব্যক্তিত্ব।

গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া’র পক্ষ থেকে। তাতে শিক্ষার্থীদের বেশ কয়েকজন পুরুষের ছবি দেখতে বলা হয়। ছবিতে টাক মাথার বেশ কয়েকজন পুরুষও ছিলেন।

ছবিগুলো দেখার পর তিনটি মানদণ্ডে তা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে বলা হয়। এগুলো হলো ছবির পুরুষ চরিত্রগুলো কতটা আকর্ষণীয়, তাদের কতটা আত্মবিশ্বাসী মনে হয় এবং কাকে বেশি প্রভাবশালী চরিত্র মনে হয়। মূল্যায়নের পর দেখা যায়, তিনটি ক্যাটাগরিতেই টাক মাথার পুরুষরা তুলনামূলক বেশি নম্বর পেয়েছে।

তবে টাক পুরুষদের জন্য মন খারাপ হওয়ার মতো খবরও আছে। একই গবেষণায় দেখা গেছে, টাক মাথার পুরুষদের বয়স্ক মনে হওয়ার বিষয়টি সত্য। এ ক্ষেত্রে চুল আছে, এমন পুরুষদের চেয়ে টাক মাথার পুরুষদের বয়স গড়ে চার বছর বেশি মনে হয়।

সূত্র : দ্য সান।

Bootstrap Image Preview