Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ‘পাকিস্তানের কাশ্মীরের’ দখল চায় ভারত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ০৬:৪৬ PM আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করতে চায় মোদি সরকার। এ বিষয়ে বিজেপির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, যদি দ্বিপাক্ষিক আলোচনা হয়, তাহলে এখন আর জম্মু-কাশ্মীর নিয়ে হবে না, হবে পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে। রোববার একটি জনসভায় তিনি এসব কথা বলেন।

রাজনাথ সিং বলেন, যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়, তাহলে এখন সেটা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।

পাকিস্তান জম্মু ও কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে দরবার করছে উল্লেখ করে রাজনাথ সিং বলেন, আমাদের প্রতিবেশী (পাকিস্তান), আন্তর্জাতিক মহলে দরবার করছে, তারা বলছে ভারত ভুল করেছে। অথচ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বেশীরভাগ দেশই সহমত পোষণ করে যে, জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক বিষয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

Bootstrap Image Preview